Eastmedinipur

Apr 08 2023, 16:43

*চোখের আলোয় পরীক্ষা শিবির, প্রদান করা হলো ঔষধ ও চশমা*


তমলুক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্য জুড়ে "চোখের আলো" কর্মসূচি চলছে।রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি শনিবার তাম্রলিপ্ত পৌরসভা উদ্যোগে "চোখের আলো" কর্মসূচির মাধ্যমে পুরসভার ১ থেকে ১০ নম্বর ওয়ার্ডের নাগরিকদের নিয়ে পরীক্ষা শিবির আয়োজন করা হয়।

পরীক্ষা পর এলাকার ৬০০ জন নাগরিককে চশমা সহ ঔষধ প্রদান করা হয় বলে জানান তাম্রলিপ্ত পৌরসভা চেয়ারম্যান দ্বীপেন্দ্র নারায়ন রায়। তাম্রলিপ্ত পৌরসভা প্রেক্ষাগৃহে পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। চিকিৎসকরা চিকিৎসা করে যাদের চশমা প্রয়োজন তাদের চশমা এবং ঔষধ প্রদান করা হয়। আগামীদিনে অন্যান্য ওয়ার্ডের নাগরিকদের নিয়ে শিবির করা হবে বলেও জানান চেয়ারম্যান। প্রবীন নাগরিকরা চোখের আলোয় আবার ভালো ভাবে দেখতে পাওয়ায় খুবই আনন্দিত শিবিরে আসা মানুষজন।

Eastmedinipur

Apr 08 2023, 15:22

*নন্দীগ্রামে বিজেপির মন্ডল সভাপতির ইস্তফাপত্র ঘিরে চাঞ্চল্য*

নন্দীগ্রাম: পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভায় বিজেপির মন্ডল সভাপতি ইস্তফাপত্রকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে বলে জানান পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি। নন্দীগ্রাম-৪ মন্ডল কমিটির সভাপতি রয়েছেন চন্দ্রকান্ত মন্ডল জেলা সভাপতি তপন ব্যানার্জি নিকট ইস্তফাপত্র পাঠিয়েছে।

পঞ্চায়েত ভোটের আগে ফের অস্বস্তিতে গেরুয়া শিবির। খোদ শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে বিজেপির মন্ডল সভাপতি, মন্ডল সহ সভাপতি সহ মন্ডল কমিটির সকলের দলীয় পদ থেকে ইস্তফা। আর যাকে ঘিরে ফের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নন্দীগ্রাম মন্ডল ৪ এর সভাপতি তথা নন্দীগ্রাম ২ নম্বর ব্লকের দাপুটে নেতা চন্দ্রকান্ত মন্ডল,সহ সভাপতি সহ

কমিটির সকলে বিজেপির দলীয় পদ থেকে ইস্তফা দিলেন। ইস্তফা পত্রে উল্লেখ দলীয় সাংগঠনিক পদ্ধতি না মেনে মন্ডলে বিভাজন এর কারনে এই ইস্তফার সিদ্ধান্ত। ইতিমধ্যেই তমলুক সাংগঠনিক জেলা সভাপতি তপন ব্যানার্জির কাছে এই ইস্তফাপত্র পাঠানো হয়েছে।

পঞ্চায়েত ভোটের প্রাক্কালে এই ইস্তফার ফলে দলীয় গোষ্ঠীকোন্দল যে প্রখর হয়ে উঠলো তা বলাই বাহুল্য। 

এদিকে পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি প্রাক্তন মন্ত্রী সৌমেনকুমার মহাপাত্র জানান, এটা তাদের নিজেদের ব্যাপার এই বিষয় নিয়ে বিশেষ কিছু বলতে চাই না। তাবে আগামীদিনে আরও অনেকেই এইভাবে ইস্তফা দেবে।

Eastmedinipur

Apr 08 2023, 14:36

*প্রভু যীশুর রক্তের সম্মান জানাতে রক্তদান শিবির, ১০০ জন খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষ রক্তদান করেন*


গেঁওখালী: গতকাল ছিলো গুড ফ্রাইডে। মর্যাদার সঙ্গে দিনটি উদযাপন করেন খ্রিস্টান ধর্মালম্বী মানুষজন। তারই অঙ্গ হিসেবে পাস্কাপর্বে কয়েকদিন ধরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রভু যীশু তার রক্ত দিয়ে মানবসমাজকে রক্ষা করার চেষ্টা করেছিল।

প্রভু যীশুর সেই রক্তের মর্যাদা দিতে শনিবার পূর্ব মেদিনীপুর জেলার গেঁওখালির আরসি মিশন উৎসব কমিটির উদ্যোগে আয়োজন করা হলো রক্তদান শিবির। শিবিরের উদ্বোধন করেন মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা সংসদের সদস্য শিক্ষক সুমন সাঁতরা, চার্চের ফাদার সুশীল সিলভাস্টার মুর্মু, সংস্থার উৎসব কমিটির সহ সম্পাদক শোভা তেসরা সহ অন্যান্য। এদিন খ্রিস্টান ধর্মালম্বী পুরুষ মহিলা মিলে মোট ১০০ জন স্বেচ্ছায় রক্তদান করেন।

বিধায়ক তিলককুমার চক্রবর্তী জানান, রক্তের চাহিদা মেটাতে খ্রিস্টান ধর্মাবলম্বী মানুষজন যেভাবে এগিয়ে এসেছেন তাদের সাধুবাদ জানাই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জাতপাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। বর্তমান সময়ে দাবদাহের কারনে ব্লাড ব্যাঙ্ক গুলিতে রক্তের অভাব দেখা দিচ্ছে। তক্ত টাকা পয়সা দিয়ে তৈরি করা যায় না। একজন মানুষ আর একজনকে রক্ত দিলে তবেই অসুস্থ মানুষ সুস্থ হয়।আগামীদিনের সমস্ত সম্প্রদায়ের মানুষ এই ধরনের উদ্যোগ গ্রহন করুক এটাই আবেদন করবো।

গেঁওখালি আরসি মিশন উৎসব কমিটির সহ-সম্পাদক শোভা তেসরা জানান,প্রভু যীশু তার রক্ত দিয়ে সুন্দর সমাজ গঠন করা চেষ্টা করেছিল তার এই মহৎ উদ্যোগকে স্মরণীয় করে রাখতে গুড ফ্রাইডে উপলক্ষে আমরা রক্তদান শিবিরের আয়োজন করি। আমরা চাই রক্তের অভাবে যেন কেউ মারা না যায়। রক্তের অভাব দূর করতেই আমাদের এই প্রয়াস। 

এদিন শিবির উদ্বোধনের আগে প্রভু যীশুর প্রার্থনায় মিলিত হয় খ্রিস্টান ধর্মালম্বী মানুষজন।

Eastmedinipur

Apr 07 2023, 16:25

*সরকারি উদ্যোগে ভূমিহীনদের তুলে দেওয়া হল পাট্টা ও রেকর্ড*


এগরা : প্রকৃত দরিদ্র ও ভূমিহীনদের দেওয়া হল সরকারি পাট্টা। শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা ১ ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতে অন্তর্গত ১৮জন প্রাপককে তুলে দেওয়া হলো পাট্টা ও রেকর্ড।

এদিন ভূমিহীনদের পাট্টা তুলে দেন এগরা ১ব্লকের বিডিও সুমন ঘোষ, এগরা ১ পঞ্চায়েত সমিতি সভাপতি অমিয় কুমার রাজ এবং ব্লকের ভুমি আধিকারিক তরুণ মাইতি ও ব্লকের জয়েন্ট বিডিও সুমন চ্যাটার্জি। এগরা ১ ব্লকের বিডিও সুমন ঘোষ জানিয়েছেন, প্রকৃত যারা দারিদ্র্যসীমার নিচে বাস করে এবং ভূমিহীন ব্যক্তিদের দেওয়া হল পাট্টা। এদিন বরিদা গ্রাম পঞ্চায়েতের মোট ১৮জন কে পাট্টা এবং রেকর্ড দেওয়া হয়েছে।

তবে ব্লকের মোট ৫৫জন কে এই দুয়ারে সরকার শিবির থেকে পাট্টা তুলে দেয়া হবে। এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিদা গ্রাম পঞ্চায়েতে প্রধান রানু রানি বেরা, উপপ্রধান শান্তনু নায়ক, সমাজসেবী সিদ্ধেশ্বর বেরা, এগরা ১ পঞ্চায়েত সমিতির সদস্য সেক সুমন ও জেলা পরিষদের সদস্য ড: ছবি রানী দাস মহাপাত্র প্রমূখ।

Eastmedinipur

Apr 07 2023, 16:14

*মুখ্যমন্ত্রী ফিরতেই তিনদিনের টানা ছুটিতে দিঘায় বাড়ছে পর্যটকদের ভীড়*

দিঘা: ৩ রা এপ্রিল থেকে ৬ ই এপ্রিল চারদিন দিঘা সফরে এসেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সফর শেষে বৃহস্পতিবার দুপুরে কলকাতা ফিরে যান। শুক্রবার থেকে টানা তিনদিনের ছুটি থাকায় শুক্রবার থেকে দিঘায় পর্যটকদের ভীড় জমতে শুরু করেছে। শুক্রবার গুড ফাই ডে এবং উইকেন্ড শনি ও রবিবার ছুটিকে কাজে লাগাতে ভীড় জমাচ্ছেন পর্যটকরা।চারদিন দিঘায় মুখ্যমন্ত্রী থাকায় সমুদ্র স্নান থেকে সমুদ্র পাড়ে যাতে পর্যটকরা না যায় তার কড়া নজদারি ছিলো।ফলে দিঘায় পর্যটকদের সেইভাবে দেখা যায়নি। তবে শুক্রবার থেকে ভীড় বাড়তে শুরু করেছে।

এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী কয়েকদিন বঙ্গে তাপমাত্রার পারদ ক্রমশ উর্ধ্বমুখী। ফলে স্বস্তি খোঁজে সমুদ্র স্নানে মেতে উঠতে পর্যটকরা ভীড় জমাচ্ছে।

বসিরহাট থেকে আগত পর্যটক সুমনা দে জানান, গরম পড়লেই আগেই দিঘার সমুদ্রের কথা মনে পড়ে। তাই টানা ছুটি থাকায় দিঘা এসেছি। অপর দিকে পুরুলিয়া থেকে আসা পর্যটক রহিত মান্না জানান, গরমের হাত থেকে স্বস্তি পাওয়ার জন্য টানা ছুটিকে কাজে লাগাতে দিঘায় আসা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় এসে পূর্ব মেদিনীপুর জেলার দিঘাকে যাতে আরও সুন্দর ভাবে সাজিয়ে তোলা যায় তার পরিকল্পনার কথা প্রশাসনের কর্তাব্যক্তিদের জানিয়েছে। ইতিপূর্বে দিঘার পরিবেশ আমূল পরিবর্তন ঘটেছে। পর্যটকদের উপযোগী পরিবেশ গড়ে তুলতে প্রশাসনের পক্ষ থেকে একাধিক চিন্তাভাবনা গ্রহন করা হয়েছে।

Eastmedinipur

Apr 07 2023, 15:36

*চড়ক মেলাকে ঘিরে চন্দনেশ্বরে বাড়ছে ভক্তদের উন্মাদনা, রয়েছে কড়া নিরাপত্তা*


চন্দনেশ্বর: আসন্ন চড়ক মেলা উপলক্ষে দীঘা উড়িষ্যা বড়ার লাগোয়া চন্দনেস্বর মন্দিরে ভক্তদের ও পর্যটকদের ঢল নামতে শুরু করেছে।করোনা পরিস্থিতির জন্য বিগত তিন বছর ধরে বন্ধ ছিলো এই চড়ক মেলা।এবছর আবার নতুন করে শুরু হয়েছে চড়ক উৎসব। পর্যটক থেকে শুরু করে ভক্তবৃন্দরা আসতে শুরু করেছেন বলে জানালেন মন্দির ট্রাস্ট কমিটির সম্পাদক তপন পন্ডা। তিনি আরো বলেন বিভিন্ন রাজ্য থেকে বহু ভক্তরা এখানে আসেন।

বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে বহু ভক্তবৃন্দ এখানে অর্ঘ্য দিতে আসেন। এবার বাঙ্গালীদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যেমন থাকছে প্রশাসনিক তর্কতা থাকার ব্যবস্থা পানীয় জল যাতায়াতের সুব্যবস্থা তেমনি ভাবে করোনা পরিস্থিতিকে মাথায় রেখে মেডিকেল টিমেরও ব্যবস্থা করা হয়েছে, তপনবাবু আরো বলেন এবারে ভক্তদের প্রবেশ মূল্য হিসেবে পূর্বের ন্যায় দশ টাকা নির্ধারিত করা হয়েছে।

তিনি আরো আবেদন জানান এখনো কয়েক দিন ধরে ভক্তদের অর্ঘ্য দেওয়ার পর্ব চলবে, তাই সবাই যাতে সহযোগিতার হাত বাড়ান তার আহ্বান জানান।

Eastmedinipur

Apr 07 2023, 11:16

*সিকিমে তুষার ঝড়ে মৃত পর্যটকের মৃতদেহ এলো রামনগরের,পরিবারের পাশে রাজ্যের মন্ত্রী অখিল গিরি*

রামনগর:সিকিমে তুষার ঝড়ে মৃত পর্যটক রামনগরের যুবকের বাড়িতে মুখ্যমন্ত্রীর নির্দেশে রাতেই কারামন্ত্রী অখিল গিরি।

সিকিমে তুষার ঝড়ে প্রাণ হারিয়েছে রামনগর ১ব্লকের বসন্তপুর অঞ্চলের সাগরেশ্বর মুকুন্দপুরের যুবক প্রীতম মাইতি।

বৃহস্পতিবার গভীর রাতে প্রথমে প্লেন ও পরে গাড়ি করে মৃতদেহ এসে পৌঁছল পূর্ব মেদিনীপুরের বাড়িতে। দেহ আসতেই কার্যত ভিড় জন সমুদ্রে পরিণত হলো। আর শুধুই ভেসে এলো কাঁন্নার রোল। প্রতিবেশী,গ্রামবাসী ও আত্মীয় স্বজনরা ভাবেনি কলকাতায় কর্মক্ষেত্রে ও নামযশ কামাতে গিয়ে মাত্র ৩৭ বছরেই তার ইতি হবে!

 প্রীতমের পরিবারে এখন শুধুই শূন্যতা ও নিস্তব্ধতা বিরাজ করছে আর মাঝে মাঝেই ভেসে আসছে স্মৃতি থেকে বুক ফাটা কান্নার আওয়াজ । মৃত্যু কালের রেখে দিয়েগেল বাবা-পূর্ন চন্দ্র মাইতি বয়স-৬৪।মা জ্যোৎস্না মাইতি (৫৮)

স্ত্রী-শিউলী মাইতি(২৭) ও বংশ প্রদীপ একমাত্র শিশু পুত্র যার বয়স মাত্র পাঁচ। রয়েছে একটি বোন যিনি চিকিৎসক ও বটে। পূর্ন মাইতি দুই সন্তান একটি ছেলে ও একটি মেয়ে। ছেলে প্রীতম বড় ছিল।রাজ্য বিদ্যুৎ পর্ষদের বড় ধরণের ঠিকাদার ছিলেন ও কলকাতার মানিকতলা বাগমারি লেনের একটি বেসরকারি আবাসনে স্ত্রী ও পুত্র কে নিয়ে থাকতেন প্রীতম।গতরাতে গ্রামের বাড়িতে দেহ আসতেই কার্যত বাকরুদ্ধ হয়ে পড়েন তারা।

যদিও মুখ্যমন্ত্রী গত কাল দিঘা ফেরার পথে বিধায়ক ও মন্ত্রী অখিল গিরি কে নির্দেশ দিয়েছিলেন শোকার্ত পরিবারের পাশে থাকার জন্য।সেই মতোই

পরিবারের পাশে এসে দাঁড়ালেন এলাকার বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অখিল গিরি। সংবাদ মাধ্যমের সামনে মুখোমুখি হয়ে পরিবারের পাশে সর্বত ভাবে থাকার আশ্বাস দেন মন্ত্রী।

 

তিনি বলেন,বাড়ির অন্যতম রোজগেরে সন্তানের মৃত্যু। কান্নায় ভেঙে পড়েছেন বাবা মা সহ গোটা পরিবার ।বাবা পূর্ন চন্দ্র মাইতি ও মা জ্যোৎস্না মাইতি পুত্র শোকে পাথর হয়ে গেছেন। রামনগরের তরুণ যুবককে কেড়ে নিল তুষার ধস।মৃতদেহ বাড়িতে আসার পর শোকের ছায়া নেমে এসেছে। মুখ্যমন্ত্রী দিঘা থেকে কলকাতা ফেরার পথে আমায় নির্দেশ দিয়েছিলেন তাই আমি এসেছি। সরকার ওনাদের পরিবারের পাশে আছে।"

জানা যাচ্ছে,গত শুক্রবার রামনগরের বাড়িতেই ছিলেন গৌরাঙ্গ পুজোয় মত্ত। আর এদিন শুক্রবার প্রীতমের দেহ নিয়ে সবাই শেষকৃত্য করতে ব্যাস্ত।গত শুক্রবার পুজো কাটিয়ে শনিবার কলকাতা এবং সেখান থেকেই রবিবার সিকিম যান বেড়াতে একটি বেসরকারি রামিক কোম্পানির দেওয়া টুরে বাকি ৭ সদস্যদের সাথে। ঐখানে গিয়ে উৎসাহের সঙ্গে বরফ দেখতে যাওয়াটাই কাল হল । আরো জানা যে ,বরফ পড়ার খবর পেয়ে তাঁরা ছুটে গিয়েছিলেন সিকিমের ১৭ মাইল এলাকায়। অনেকেই রাস্তার ধারে বরফ নিয়ে খেলছিলেন। কিন্তু একটি নির্দিষ্ট জায়গায় বরফের পরিমাণ বেশি ছিল। সেই লোভটা আর সামলাতে পারেননি তাঁরা। কিন্তু আচমকাই তুষার ধস। উপর থেকে ক্রমাগত নামতে থাকে বরফ।আনন্দ যে কখনো কখনো নিরানন্দ নিয়ে আসে তা বলা যায়না।

বাইট-অখিল গিরি(রাজ্য সংশোধনাগার দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী)

Eastmedinipur

Apr 06 2023, 19:57

*পঞ্চায়েত ভোট নিয়ে আবার কোর্টে যাওয়ার কথা শোনালো শুভেন্দু*


কোলাঘাট: পঞ্চায়েতের রিজার্ভেশন নিয়ে কোর্টে আবেদন করেছিলো রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে হাই কোর্টের রায়কে আপাতত মান্যতা দিতে হবে। ভোট কাছে, আমরাও ভোট চাই তবে ভোট প্যারা মিলিটারি ফোর্স ও নমিনেশন নিয়ে আমি আবার আবেদন করবো কোর্টের কাছে। সে রাস্তা আমার খোলা আছে।

বৃহস্পতিবার বিকেলে কোলাঘাটের দেঁড়িয়াচক গ্রামে গোবর্দ্ধনধারী জীউর রথযাত্রায় যোগদান করে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

এদিন মন্দির থেকে গোবর্দ্ধনধারী জীউকে এনে রথে তুলেন শুভেন্দু অধিকারী। এদিন তাঁকে রাজ বেসে, মাথায় মুকুট দিয়ে রথের দড়ি টানেন। পাশাপাশি এদিন ডিএ নিয়ে তিনি বলেন সরকার বয়ে টাকা দিয়ে দিক তাহলে আন্দোলনকারিরা তাদের আন্দোলন তুলে নেবে। আন্দোলন এমন জায়গায় পৌঁচেছে তাতে ১ শতাংশও ছাড়তে রাজি নয় আন্দোলনকারিরা।

Eastmedinipur

Apr 06 2023, 19:24

*বিজেপির প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় কমিটির নির্দেশে দেওয়াল লিখন*


মহিষাদল : ৬ ই এপ্রিল ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস। দেশ জুড়ে সেই প্রতিষ্ঠা দিবস বিভিন্ন আঙ্গিকে পালন করে বিজেপি। বিজেপির প্রতিষ্ঠা দিবসে কেন্দ্রীয় কমিটি নির্দেশে রাজ্যে, জেলায়, ব্লকে দেওয়াল লেখন কর্মসূচি শুরু হয়েছে। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার মহিষাদল ব্লকেও আসন্ন পঞ্চায়েত, লোকসভা ও বিধানসভাকে কেন্দ্র করে আগামী ২০২৬ সাল পর্যন্ত দেওয়াল দখলের কাজ শুরু হয়েছে।

এদিন মহিষাদল ব্লকের বিভিন্ন এলাকায় দেওয়াল দখলের কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি সহ জেলা ও ব্লক কমিটির সদস্যরা। তবে পঞ্চায়েত ভোটের দিনক্ষণ ঘোষনার আগে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ ও দেওয়াল লিখন  নিয়ে কটাক্ষ করতে ছাড়েননি মহিষাদলের বিধায়ক তিলককুমার চক্রবর্তী। যে দিলের সংগঠনের ঠিক নেই।দল ঘোষনার আগে কেউ বা কারা নির্বাচন ঘোষনার আগে প্রার্থী তালিকা ঘোষনা করে দিচ্ছে। জেলা সভাপতি নিজেও জানেনা।

সেই দলের কর্মীরা আগে থেকে দেওয়াল লিখলেও কোনো কাজে লাগবে না। কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের জন্য যে উন্নয়ন করে চলেছে তাতে সাধারণ মানুষ আমাদের সাথেই আছে। ভোটের সময় তার পরিচয় পাওয়া যাবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষনা আগে দেওয়াল লিখন শুরু করছে কিন্তু প্রার্থী খুঁজে না পেলে তখন আমাদের সাহায্য করতে হবে।

তবে শাসকদলের বিধায়কের এই ধরনের মন্তব্যের পালটা জবাবদেন তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তপন ব্যানার্জি। তিনি বলেন, শাসকদল অনেক ব্যাকফুটে আছে। তাই এই ধরনের ভুলভাল বলছেন।

ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবসকে সামনে রেখে কেন্দ্রীয় কমিটি নির্দেশ দিয়েছে রাজ্যের প্রতিটি ব্লকে জনপ্রতিনিধিরা দেওয়াল লেখনের কাজ শুরু করার। সেই মতো কাজ শুরু হয়েছে।পাশাপাশি শাসদলের গোষ্ঠী কোন্দলের কথাও তুলে ধরে বলেন, কয়েদিন আগে জেলায় আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার প্রবেশদ্বার হিসাবে পরিচিত নন্দকুমারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানানোর জন্য যে গেট করা হয়েছে সেখানে দলের দুটি গোষ্ঠীর ছবি ফুটে উঠছে।

পঞ্চায়েত ভোটের দিনক্ষন ঘোষনা না হলে রাজ্যে যে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে তা পরিস্কার।

Eastmedinipur

Apr 06 2023, 12:33

*বাংলায় সমস্ত অশান্তি সৃষ্টি করার মূলে মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় অবাদ ও শান্তিপূর্ণ ভোট হবে না-শুভেন্দু*


নন্দীগ্রামঃ একদিকে ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠা দিবস অন্যদিকে হনুমানজয়ন্তীর অনুষ্ঠানে বৃহস্পতিবার নন্দীগ্রামে উপস্থিত হয়ে নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, বাংলায় অশান্তি সৃষ্টি মূলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি ভোটে জেতার জন্য তার চুরির লাইসেন্স করার জন্য নানা অনুমোদন দিয়ে চলেছে যার ফলে অশান্তি সৃষ্টি হচ্ছে।

পাশাপাশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বাচন করার বিষয়ে বলেন, কেন্দ্রীয় বাহিনী ছাড়া বাংলায় অবাদ ও শান্তিপূর্ণ ভাবে ভোট হবে না। প্যান্টের পেছনে তালি লাগানো, হাঁটু ছেঁড়া, লাল চুল কানে দুল বাহিনী, বাইক বাহিনীর অত্যাচার আমরা দেখেছি। তাই তারা আগামী দিনেও লুট করতে পারে অতএব কেন্দ্রীয় বাহিনী ছাড়া অবাদ ও শান্তিপূর্ণ ভোট এখানে সম্ভব নয়। পাশাপাশি রাজ্য সরকারের আইন শৃঙ্খলা নিয়ে তীব্র ধিক্কার জানান শুভেন্দু।